Aug 13, 2021

লেখকের চোখে নেট ফড়িং

Edit Posted by with No comments

 


লেখকের চোখে নেট ফড়িং

লিখেছেন- তন্ময় দেব

 

প্রিয় নেটফড়িং,

১৪৮ তম সংখ্যায় প্রথম তোমার সঙ্গে আলাপ। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় পরিচয় আমাদের একটু দেরীতেই ঘটেছিল। কিন্তু তাতে তোমার সঙ্গে আত্মিকতায় কোনো অসুবিধা হয়নি।

আর ১৫০ তম সংখ্যায় প্রথম তোমার জন্যে লেখা পাঠানো ও সম্পাদকমণ্ডলীর বদান্যতায় সেই লেখা মনোনীতও হয়। এরপর একসাথে পথ চলতে চলতে আজ ২০০ তম সংখ্যাও অতিক্রান্ত।

ইত্যবসরে নয় নয় করেও ৪১টা কবিতা প্রকাশিত হয়েছে, পাঠকের ভালোবাসা পেয়েছে আর আমার ছোট্ট লেখার জগত বাঁক নিয়েছে নতুন দিকে। আমিও আমার কবিতায় এক্সপেরিমেন্ট করেছি, আমার চিন্তাভাবনার ছাপ রেখে যেতে চেয়েছি সমাজ, সভ্যতা, মানবিকতা, মানুষ ও বাংলা সাহিত্যের প্রতি।

আমার এই জার্নির একটা বড় অংশ জুড়ে তোমার এই উপস্থিতির জন্য আমি চিরকৃতজ্ঞ।

কৃতজ্ঞ সেই সকল মানুষদের প্রতিও যারা আমার লেখাকে স্থান দিয়েছে তোমার পাতায়, কোন ব্যক্তিগত পরিচয়, মেসেজ কিংবা স্বার্থ ছাড়াই, শুধু সপ্তাহান্তে আমার ‘ওয়ার্ড ফাইল অ্যাটাচ করা একটা মেইল পেয়ে।

এভাবেই আরও শতশত সংখ্যা আসুক। আমরা সমৃদ্ধ হয়ে উঠি।


0 comments:

Post a Comment