Jul 10, 2021

লেখকের চোখে নেট ফড়িং

Edit Posted by with No comments

 


লেখকের চোখে নেট ফড়িং

লিখেছেন- উর্বি পালুই

 

কথায় বলে "Beauty lies in the eyes of beholder" কিন্তু কখনও যদি দর্শককে এই কাঠগোড়া থেকে সরিয়ে বিচারকের আসন দেওয়া যায়, আর ভালো-খারাপের সম্পূর্ণ দায় বর্তায় উপস্থাপকের ওপর, কেমন হবে?

আজ লিখতে বসে সেরকমই কিছু একটা অনুভব করছিলাম।

নিজেকে ''লেখক'' বলার মত ধৃষ্টতা আমার নেই, তাই এই কলামের সম্পূর্ণ মতামত একজন সাধারণ 'পাঠিকা' হিসেবেই।

"নেট ফড়িং" - ভার্চুয়াল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলা এই উদ্যোগের বিষয়ে প্রথম জানতে পারি এক বন্ধুর কাছে...  

সেদিনের কৌতূহলী মনের উৎসাহ মেটাতে বেরিয়ে কবে যে কলম্বাস হয়ে লেখনীর জগতের নতুন অধ্যায়ের এক অন্তরীপ আবিষ্কার করে ফেলব - তা তখন ছিল কল্পনারও অতীত !

কিশলয় সৃজনশীলতাকে নতুন প্ল্যাটফর্ম দেওয়ার উদ্দেশ্যে এই প্রয়াস পথ চলা শুরু করলেও তা কিন্তু আজ আর কেবল সাপ্তাহিক ম্যাগাজিনের গন্ডির মধ্যে আটকে নেই... নিজেদের বিস্তৃতিতে এনেছে বেশ কিছু নিত্যনতুন সংযোজন ; বাড়িয়েছে পাঠক-কুলের ভাবনার পরিধি। কবিতা-গল্প-ভ্রমণকাহিনী এবং আরও নানাবিধ বিভাগের সবুজ ঘাসে মুক্ত ফড়িংয়ের মতোই সফলভাবে বিচরণ করে চলেছে অবাধে ; কাগজ-কলমের ছোঁওয়া ছাড়াও বকলমে স্পর্শ করেছে আমাদের স্বত্ত্বা ! অসংখ্য, অগুণতি মনে যে অভিনব স্বাদের ছোঁয়া জাগিয়েছে "নেট-ফড়িং", তার ঋণ'শোধ' তো সম্ভব নয় কোনোদিনই, তাই ঋণ'স্বীকার' করে ধন্যবাদান্তে এটুকুই বলার :

'লেখক' বেশেও চাইব তুমি সঙ্গী হয়ে থেকো,

তোমার দেশে আমায় তবু 'পাঠক' সাজেই রেখো !

0 comments:

Post a Comment