Jul 1, 2021

লেখকের চোখে নেট ফড়িং

Edit Posted by with 1 comment

 


লেখকের চোখে নেট ফড়িং

লিখেছেন- সায়রী লাহা

 

সালটা ২০১৯ তখন আমি তৃতীয় বর্ষের ছাত্রী, সবে ভাবছি কোন পত্রিকায় লেখা দেবো। কোনো পত্রিকা যে আমার লেখা গ্রহণ করবে সে আত্মবিশ্বাস আমার একেবারেই ছিল না। আমার এক বোন নীহারিকার লেখা নেট ফড়িং এ প্রকাশ পাওয়ায় আমার খুব ভালো লাগে, কোনো অনলাইন মাধ্যমে এভাবে লেখা প্রকাশ পেতে পারে সেটা আমার ভাবনার বাইরে ছিল।

আমি নেট ফড়িং এর সম্পাদক বিক্রমের সাথে যোগাযোগ করি, লেখাও দি। এক সপ্তাহের মধ্যে নেট ফড়িং এ প্রকাশিত হয় আমার লেখা। জীবনের প্রথম অগোছালো, এলোমেলো হাতের লেখাকে প্রকাশ করেছিল নেট ফড়িং। স্থান দিয়েছিল, পরিচয় দিয়েছিল, খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছিল আমার অপরিপক্ক লেখনী।

নেট ফড়িং এর ‘বইমেলা সংখ্যা প্রকাশিত হয়েছিল কলকাতা বইমেলায় এবং নেট ফড়িং এর হাত ধরেই আমার প্রথম কলকাতা বইমেলায় আত্মপ্রকাশ। জ্বর গায়ে, বৃষ্টিতে ভিজে ছুটেছিলাম ‘বইমেলা সংখ্যা সংগ্রহ করতে।

সময়ের সাথে সাথে অনেক পত্রিকার সাথে পরিচয় হলেও নেট ফড়িং এর প্রতি আপনজনের মতো অধিকার বসাই। বহু মাস কাটে লেখা হয়েই ওঠে না, যা এলোমেলো লেখা তাও নেট ফড়িং এর কাছেই পাঠাই আজও।

সময়ের সাথে সাথে নেট ফড়িং ও পা রাখতে চলেছে ২০০ সংখ্যায়। আগামীর অভিনন্দন তো আছেই, আছে অনেক ভালোবাসা। বাংলা ভাষাকে এভাবে দায়িত্ব নিয়ে দেশের কোনায় কোনায় পৌঁছে দিয়ে, বিভিন্ন অঞ্চলের অগণিত পাঠক, লেখক সম্পর্ক নিয়ে নেট ফড়িং প্রশস্ত ডানা মেলে উড়ে চলুক দিগন্তে।


1 comment: