Jun 29, 2021

লেখকের চোখে নেট ফড়িং

Edit Posted by with No comments

 


লেখকের চোখে নেট ফড়িং

লিখেছেন- পহেলী পাল

 

আমার মত গুছিয়ে কথা বলতে বা লিখতে না পারা মানুষটার অগোছালো কথাগুলোকে কবিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নেটফড়িং-কে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আমি পহেলী। নেটফড়িং পরিবারের একজন সদস্য, ঠিক কবে থেকে, তা সত্যিই আজ আর হিসেব করে বলতে পারবো না। আসলে চলতে চলতে পথ, সময় কিছুরই হিসেব থাকে না। আর সেই পথ যখন বিক্রমদার মত সৃজনশীল, বিনয়ী মানুষের সাথে চলা যায়, তখন সময়ের হিসেব করার সুযোগই থাকে না। প্রতি মূহুর্তে একটা নতুন চিন্তা, চেষ্টা, চমক দিয়ে নেটফড়িং - এর চিরাচরিত সাপ্তাহিক ধারাকে নিপুণ হাতে এগিয়ে নিয়ে চলেছে বিক্রমদা সহ অ্যাডমিন প্যানেলের সকল সদস্য। আর তার ফলস্বরূপ, কিছু প্রবীণ গুণীজনের পাশাপাশি আমাদের মত কাঁচা হাতের লেখাও পাঠকদের রবিবারটাতে একটু সাহিত্যের রং মিশিয়ে দিতে ঠিক সময়ে পৌঁছে যায়। সবচেয়ে বড় ব্যাপার, অন্ততঃ যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে সেটা এখানকার শৃঙ্খলা, সততা আর অবশ্যই সকলকে সমান গুরুত্ব দেওয়া। এককথায় খুব নিজের নিজের মনে হয়।

খুব শীঘ্রই ২০০ তে পা দিতে চলেছে নেটফড়িং। সবসময় পাশে আছি এবং আগামীতেও থাকবো।


0 comments:

Post a Comment