Jun 5, 2021

লেখকের চোখে নেট ফড়িং

Edit Posted by with 2 comments

 


লেখকের চোখে নেট ফড়িং

লিখেছেন- মহাশ্বেতা বসু

 

শব্দটি আমার এক ভাই এর মুখে প্রথম শুনেছিলাম। তখন মনে হয়েছিলো, এরকমও হয় নাকি ? ডিজিটাল প্লাটফর্মে সাহিত্য সৃষ্টি, কখনও সম্ভব?

আমি আবার চিরকালই একটু সেকেলে মানুষ। আমার কাছে সাহিত্য মানেই হলো, তার সাথে বই-এর পৃষ্ঠার গন্ধটা ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকবে। মোবাইল বা ল্যাপটপ এর যান্ত্রিক হরফে সাহিত্য কি আদৌ জমবে ? প্রশ্নটা এসেছিল মনে।

কিন্তু না- আমার সমস্ত ধারণাকে মিথ্যে প্রমাণ করে আমাদের সামনে এলো সাহিত্য সৃষ্টির এক নতুন মাধ্যম, এক সম্পূর্ণ নতুন মোড়কে।

অপূর্ব সাজে, দুর্দান্ত সব কাব্য-ভাণ্ডার নিয়ে হাজির হলো নেট ফড়িং।

তারপর দিন যত এগোল ক্রমশ সাক্ষী হয়ে রইলাম তার বিকাশে।

অনুভব করলাম ভিজে ঘাসে আলতো নাড়া দিয়ে ঠিক যেভাবে ফড়িংগুলো নেচে বেড়ায়, ঠিক সেভাবেই নেট ফড়িংও নেচে বেড়াচ্ছে পাঠকদের মনে।

এখন প্রতি রবিবার সকালেই অপেক্ষা করে থাকি কখন সম্পাদক ভাই নেটফড়িং এর সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করবে।

আমার নিজের কিছু সৃষ্টিও এখন জায়গা পায় নেট ফড়িং এর পাতায়। এর জন্য আমি সত্যি আনন্দিত ও গর্বিত। নিজের সৃষ্টিকে নেট ফড়িং এর মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দিতে পেরে।

তবে এর পেছনে যাদের মূল অবদান তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। আমার বিশ্বাস ওদের এই নিরলস পরিশ্রম অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং-কে আরো শীর্ষে নিয়ে যাবে।।

2 comments:

  1. আপনার মতামত পড়লাম। খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে।"নেট ফড়িং"কে যে ভাবে
    তুলে ধরেছেন তা সত্যিই খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে। অভিনন্দন। শুভ কামনা।

    ReplyDelete
  2. খুব ভালো বলেছেন

    ReplyDelete