লেখকের চোখে নেট ফড়িং
লিখেছেন- অনৈতা রক্ষিত
বেশিদিন আগের কথা নয়। গুরুতরভাবে মন, শরীর সব জখম হয়ে পড়ে আছি। হঠাৎ একটা
দমকা হাওয়ার মতো নেট ফড়িং কোত্থেকে যেনো উড়ে এল। আমার মৃতপ্রায় মানুষকে এভাবে উদ্ধার
করা সম্ভব হবে আমি কোনদিন ভাবিনি। ভাবনা চিন্তা ধীরে ধীরে আরো বিস্তৃতি পেলো, চলতে
চলতে আরো অনেক বলতে শিখলাম, জানতে শিখলাম। প্রত্যেকটা মুহূর্তে নিজের সৃষ্টিগুলো পৃথিবীর
সামনে তুলে ধরার অনুপ্রেরণা পেলাম। সবমিলিয়ে ভালোবাসা দিয়ে আমাকে নতুন 'আমি' করে তুলেছে
নেট ফড়িং। নেট ফড়িং এর জন্যে রইলো একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা।
0 comments:
Post a Comment