Aug 18, 2020

"গণপিটুনি"- বরুণ মোহরী

Edit Posted by with 1 comment

 

গণপিটুনি

বরুণ মোহরী

গলির মোড়ে বেশ জটলা দেখেই আন্দাজ করা গেলো কিছু একটা ঝামেলা হয়েছে।

জনা পাঁচেক মাঝ বয়েসী লোক তেড়েফুঁড়ে এসে মারছেন এক বৃদ্ধকে। পরনের আধ ময়লা ধুতিটা রক্তে লাল । শুনলাম তার ব্যাগ থেকে অনেক টাকা পাওয়া গেছে, সবাই বলছে চোর । অনেকে আটকাবার চেষ্টা করছেন, অনেকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন । আমার যা বয়স তাতে আটকাবার সামর্থ নেই, তাই ঝামেলা এড়িয়ে বাড়ি চললাম ।

রাত্রে ঘুমাবার সময় মনের মধ্যে বার বার ওই বৃদ্ধের করুন আর্তি, চিৎকার দাগ কাটতে লাগলো । এবার মা কে বলেই ফেললাম আচ্ছা মা মানুষ কেন চুরি করে? মা এক কথায় বললো বাবা কেউ স্বভাবে কেউ অভাবে চুরি করে । তবে আজকের ওই বৃদ্ধ কী স্বভাবের বশেই চুরি করেছে ! আমার ছোট মাথায় ঘুরপাক খেলো অনেক প্রশ্ন ।

পরদিন সকালে দাদু বাজার থেকে ফিরে পত্রিকা হাতে পড়তে লাগলো 'চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু বৃদ্ধের' রামগড়, কসবা । গাঁ শিউরে উঠলো আমার ।' নাতনির বিবাহের নগদ কুড়ি হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে দুষ্কৃতীদের বেধড়ক মারে মৃত্যু হয় বৃদ্ধের।

শুনে দম বন্ধ হয়ে গেলো ইশ কত নির্মম মানুষ ! শুধু মাত্র সন্দেহের বশে মেরেই ফেললো লোকটিকে । মৃদু বাতাসে ভেসে এলো তার করুন আর্তি 'আমায় বাঁচান আমি চোর নই' ।

1 comment: