Jun 18, 2020

স্ব-জন- (আবির গাঙ্গুলী)

Edit Posted by with No comments


স্ব-জন
আবির গাঙ্গুলী

টুকরো কাগজে লেখা এক ছোট্টো চিরকূট
ফেলে দিয়েছি আজ।
যেন কিছুটা শান্তি পেলাম,
খুব অদ্ভুত এই পৃথিবী !
যেখানে পরিবারের শুরু দুজন-
একটি পুরুষ ও নারী।
জীবনের যাত্রাটাও যেন অদ্ভুত !
মাতৃক্রোড়ে জন্ম কোনো পোশাক ছাড়াই
আবার চিতার জ্বালানি,
কবর বা কফিনে
এই নগ্ন শরীর মৃত্যুর পূর্বেও।
যদিও বা জ্বালানিতে নিঃশেষ হয় মৃতদেহ।
তবুও কিছু স্মৃতি ও স্পর্শ তো রয়েই যায়।
ভাবলে অদ্ভুত লাগে যে,
এখানে প্রত্যেক প্রাণীরই অধিকার ও কর্তব্য দুইই আছে।
কিন্তু নিজের জন্য নয়
তার পরিবারের জন্য।
এই পৃথিবী বা বিশ্বে
নিজের বলতে কিছুই নেই
সবকিছুই অপরের জন্য।

0 comments:

Post a Comment