Jun 18, 2020

আদুরে আলাপ- (মিষ্টু ঘোষ)

Edit Posted by with No comments


আদুরে আলাপ
মিষ্টু ঘোষ

ভালোবাসার বয়েস বাড়ুক,খয়েরি হোক জখম,
অনভ্যাসেও প্রেম থাকুক নিয়মিত একইরকম,
দুচোখের গহ্বরে গভীরতার উষ্ণতা থাক আদরে,
সোহাগের বারিশ হোক সঞ্চিত থাক হিমঘরে ।
আব্দার গুলো কলমে তুফান তুলুক আরও,
আগের মতোই বলবো আমি,"আজ জানেকি জিদ না কারো"।

0 comments:

Post a Comment