May 31, 2020

বিধ্বংসী কলিযুগ

Edit Posted by with 4 comments


বিধ্বংসী কলিযুগ
নবনীতা দে

সবাই বলে প্রকৃতি নাকি শান্ত
সত্যি কী শান্ত?
আচ্ছা! তুমিও তো অবিক্ষুব্ধ
তোমার বারবার সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও যদি কেউ তোমায় বারংবার প্রহার করে
ভাবো তো কেমন হবে তখন?
প্রকৃতি বহু যুগ পূর্বে এক বিবেকবোধ সম্পন্ন মনুষ‍্যত্ব পূর্ণ মানবজাতির সৃষ্টি করেছিল।
কিন্তু হায়রে মানবজাতি
সে তার আত্মম্ভরিতার কারনে
আত্মবিস্মৃতই করে গেলো যে
তার প্রণেতা কে?
হাজার বছর ধরে মানুষ পথ হাঁটছে পৃথিবীর বুকে
তবে কী মানুষ সবটা বুঝেও অবিবেচকের ন‍্যায় নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছিল?
এড়িয়ে যাচ্ছিল তাদের উদ্দেশ্য?
আজীবন মানুষ প্রকৃতিকে
নির্দিধায় নির্বিচারে ধ্বংস করে গেছে
শান্ত যখন অশান্ত হয়
তখন যে ঠিক কতটা ভয়ংকর হতে পারে তা আজ প্রকৃতি সমগ্র বিশ্বের মানবজাতিকে বুঝিয়ে দিচ্ছে হারে হারে।
প্রকৃতির কাছে মানুষ যে কতটা অসহায় এই বছর ২০২০ তা বুঝিয়ে দিয়েছে।
প্রকৃতি আজ যেন করূন খেলা খেলছে আমাদের সাথে।
এ বছর নতুন করে কিছুই দেয়নি আমাদের বরং কেড়ে নিয়েছে সব
বছরের শুরুতেই আরম্ভ দুরারোগ্য ব্যাধি অর্থাৎ ভয়ংকর মহামারী।
এই মহামারীর ধ্বংসলীলায় প্রাণ হারাচ্ছে বহু রোগী তার সাথে বেঘোরে প্রাণ দিতে হচ্ছে অধিকাংশ পরীযায়ী শ্রমিককে।
কিছু মাস যেতে না যেতেই শোনা গেল ভাইজ‍্যাক গ‍্যাসলিক
সেখানেও প্রাণ যায় আরও কিছু মানুষের।
এতো কেড়ে নিয়েও থামেনি প্রকৃতি।
বিষে বিষে বিষক্ষয় টা বেড়েই চলেছে
দুটো বিশে রক্ষে নেই তারপরে আবার তিনখানা বিশ।
আজ আবার কেড়ে নিতে এলো বিধ্বংসী ঝড় যার নাম আম্ফান।
আম্ফান শব্দটির আক্ষরিক অর্থ দৃঢ়তা বাড়াতে স্বাধীন চিত্ত।
দৃঢ়তার সাথেই বটে, এসে একে একে সব ধ্বংস করে দিয়ে গেলো তার তান্ডবলীলায়।
সে সহসা উন্মত্তের মতো নৃত্য করে লন্ডভন্ড করে দিয়ে গেল সবকিছু প্রাণ নিয়ে গেল ২ মাসের শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত।
তার দমকা বাতাসে উপড়ে নিয়ে গেল বৈদ‍্যুতিক পোল সাথে গরীব মানুষের গৃহ।
পেট ছিল ফাঁকা , ঘরেও ছিল না টাকা গৃহের চাল উড়ে গেছে প্রকৃতির রোষে।
ফুঁসে উঠেছে দিঘার সমুদ্র,হলদি নদী
ছারখার হলো কাকদ্বীপ, নামখানা,মিনখা, বসিরহাট আরও কতো জেলা,কতো রাজ‍্য
গৃহহীন হল হাজার হাজার মানুষ।
প্রার্থনা একটাই, হে প্রকৃতি!
মুর্খ মানবজাতি ভুল করেছে ক্ষমা করে দাও আর শাস্তি দিও না।
যা কেড়ে নিয়েছো ,তার চেয়েও বেশি দিও ফিরিয়ে।
ফিরিয়ে নাও এই অভিশাপ।
শান্ত কর নিজেরে ।
এই প্রার্থনা মোর।


লেখিকা- নবনীতা দে

4 comments:

  1. দারুণ দারুণ

    ReplyDelete
  2. অসাধারণ দিদি❤️

    ReplyDelete
  3. মূর্খ মানবজাতি ভুল করেছে ক্ষমা করে দাও এর শাস্তি দিও না! যা কেড়ে নিয়েছো তার চেয়ে বেশি ফিরিয়ে দাও!

    দুটো বিষে রক্ষে নেই তারপরে আবার তিনখানা বিষ লাইনটা খুব সুন্দর!

    প্রকৃতির কাছে আমি তুলোর মতই,, চোখ খোলার আগেই খুলে নিতে পারে শরীরের প্রত্যেকটি হাড়!

    মূর্খ মানবজাতি ভুল করছে আজও


    ভালো লিখেছেন

    ReplyDelete