Mar 30, 2020

করোনা

Edit Posted by with 1 comment


করোনা
শাকিলা খাতুন

চারিদিকে ছড়িয়ে পড়েছে করোনার বিষ,
হাজার প্রাণ নিষ্পাপ থেকে সবাই নিঃশেষ
এই যেন ছোঁয়াধরার বাইরে বিরাজমান
অসম্ভব হলেও কিছু যোদ্ধা লড়ে যাচ্ছে আপ্রাণ
এদের কারোরই কেউ সন্তান, বাবা-মা নয়
তবুও অক্লান্ত পরিশ্রম জীবন হারানোর পায়না ভয় ;
থাকুক না হয় প্রিয়জনেরা অপেক্ষায়; যারা মৃত্যুর সঙ্গে লড়ছে এরাও তো কারো প্রিয়জন;
নেমেছে আজ জীবন-মৃত্যুর যুদ্ধে হবোনা পরাজয়,
এমন শক্তি কাজে লাগিয়ে মনকে দিচ্ছে নিরাময়।।
এদের পায়ে শত প্রণাম শত ধন্য হোক এরা
নিজের প্রাণ হারানোর ভয় না পেয়ে লড়ে যাচ্ছে যারা।
যুদ্ধে যেমন আক্রান্ত যোদ্ধার দিকে চোখ তুলোনা কেউ,
বাকিরা এগিয়ে যাও পিছন ফেরেনা কেউ,
যাদের যোদ্ধা  উপমায় ভূষিত করছি আমরা
এরা কারোর প্রিয়জন ডাক্তার,নার্স, পুলিশ,স্বাস্থ্যকর্মীরা
মনে থাকবে এই মৃত্যুর স্রোতে লড়ছে যারা
তারাই যে ভগবান স্বরূপ মানবদানব আর কেউ না।
দেখা যাচ্ছে জীবন্ত শহিদ যারা লড়ছে এখনোও
তাদের জন্যই একটা সকাল হবে করোনা মুক্ত।।


1 comment: