বাকিটা ব্যক্তিগত
অনৈতা রক্ষিত
আলোর কাজলে ছাই এর বাষ্প
কিছুটা অপ্রত্যাশিত পাশে থাকার মতো
আবারও হয়তো হাওয়া খেয়ে হাওয়া হয়ে বাঁচতে চাওয়া
বেহিসেবি তো ওরা বরাবরই
আমিই বরং আমরা হতে চাই
নির্ভরতায় আলুনি তরকারির আবদার
বেহায়া আস্কারায় ভালো থাক প্রেমিকের বিবরণ
এক কথায় আলফাজ ঠুনকো শোনায় বুঝি?
ব্যক্তিগত থাক শুকনো ইবাদত্
আব্রুতে প্রোথিত ছিল ভালোথাকার একরাশ চিনেবাদাম
যারা চিনে ফেলেছিল তাদের শহরে কি বরফ পড়ে?
কয়েক ফোঁটা তোর্ষা পাতায় ধরে রেখেছিলাম
আজ আবার চিবুক ধরে আসে
বয়ে চলে ইচ্ছেরা
এলোমেলো সন্ধ্যে পড়ে থাকে হারিয়ে যাওয়া সময়ের প্রাচীরে
আবরণে ছুঁয়ে থাক তলিয়ে যাওয়া অন্ধকার |
অসাধারণ লেখনি। প্রতিভাময়ী। সবার motivation
ReplyDeleteহও।
Mohuya Roy ধন্যবাদ
ReplyDelete