Aug 9, 2019

তুমি যাও

Edit Posted by with No comments


তুমি যাও
শাওন শরীফ

যাও, তুমি যাও,
পরিচিত কোনো ডাকে ।
যে তোমাতে সব অনুভূতি মাখে,
যে শুধু তোমারি থাকে।

দিবস রজনী আমি যে সখি,
নেশাতে করি মাখামাখি,
ব্যাকুলো আলোতে যে দুঃখ থাকে,
সেই আলোতে আমি থাকি।

তবু যাও, তুমি যাও,
যে শুধু তোমারি থাকে,
সবটা অনুভূতি,
ঢেলে দিতে পারো যাহাকে।

সারাদিনের ব্যস্ততার মাঝে,
আমি হারিয়ে যাই কোন আঁধারে,
সব শেষে রাত আসে,
না জানি ডুবে যাই কোন ঘোরে!

তুমি যাও, তবু যাও,
যে শুধু তোমারি থাকে,
তোমাতে মাখতে পারে পূর্ণ নিজেকে,
তুমি ভালোবাসো যাহাকে।

চলতে গিয়ে ঠুকরে গেলে,
ফিরে এসো এই ভাঙাচোরা ঘরে,
আমি যে সখি নিবিড় পথিক,
সুখ গুলো আজও জমা তোমার তরে।

তুমি যাও, তবু যাও,
যে শুধু তোমারি থাকে,
তোমাতে সব অনুভূতি মাখে,
তুমি ভালোবাসো যাহাকে।

আমি না হয় সব শেষে,
পরেই থাকি অবশেষে।



0 comments:

Post a Comment