ঈদের বার্তা
রেজুলা পারভিন
যখন ঈদ আসে
খুলে মনের দরজা
এসো ভেঙ্গে ভুল
বাড়িয়ে সীমারেখা
হই নবারুণ
খুশির ঈদচাঁদ
খোলা আকাশে রাত
বড় বেমানান
বিদঘুটে জীবনযাপন
অন্যায় আমরণ
বুভুক্ষ শিশুর মুখ
শুস্ক মায়ের বুক
সন্তানসম কাঁদে
অসহায় শৈশবে
হররোজ উপবাসী
ক্লিস্ট মায়ার পৃথ্বী
জগৎ আলো করা
একফালি চাঁদ
মায়ার মলিন দাগ
চল বিলিয়ে দি
যাকাত ফেতরা হক
একবার খুলে মন
তাকাবে ঈদচাঁদে
তোমার ত্বরে নয় ঈদ
তোমার ত্বরে যে কাঁদে
চল এইবার
গাড়ল স্রোত
ভেঙ্গে পথে
অনুতাপ চেতনায়
দেনা-পাওনার
দুনিয়াকে ভুলি
প্রায়ষ্চিত্ত করি
হয়ে অনু-পরমানু
মনের জীবানু
তোকে ঘুনপোকা
বানাবে কিটানু
মনের চোখ খুলে
খুঁজে মনের গড়ল
ধুয়ে বৃস্টিজলে
বাসো ভালো
মাটির মনে
ঝেড়ে মুছে নিয়ে
মন মেজাজের ময়লা
চল যাই মিশে
অনাহুত স্রোতে
ডাকে ডাক তুলি
পথে পথ ভুলি
হাতে হাত রাখি
বুকে বুক বাধি
কাঁধে কোলাকুলি
প্রাণে ভালোবাসি
দিলে পয়গাম
আসমানী চাঁদ
মনের গহীনে
নাচে যে জলপ্রপাত
রমজান শেষে
ঈদের আলোকে
উদার আকাশ তলে
নয়া ভারত স্বপ্নে
ভাঙ্গামনে ভাটা হোক
খুশির জোয়ার ভেসে ।
0 comments:
Post a Comment