Jun 5, 2019

ঈদ

Edit Posted by with 1 comment


ঈদ
হুমায়ূন কবীর

বছর ঘুরে উঠল রে চাঁদ
মনের মাঝে লাগল দোলা
ঈদ এসেছে খুশির খবর
মনের খুশি আজ ভূবন ভোলা,
আসমানেতে হাঁসছে দেখ
বাঁকা চাঁদের একটি ফালি
ঈদ এসেছে, সঙ্গে আছে
আনন্দেতে সাজানো ডালি,
একটি মাসের তপস্যার পর
পেয়েছিরে এই খুশির ঈদ
আপন জনের মিলন সুখে
বাজছে মনে মিলনী গীত,
নিজের নয়, সবার খুশির
খেয়াল রাখা একটি পরব
দান-খয়রাত-উপাসনার
এই ধর্মেতে মোদের গরব,
নতুন জামা, নতুন সাজ আর
হরেক রকম খাওয়া দাওয়া...
নামাজ শেষের মুলাকাতে
খুশির আবির ছড়িয়ে দেওয়া৷৷For any product inquiry contact to- 8617449800

1 comment: