May 12, 2019

1 comment:

  1. মানুষ রূপী কুকুর

    কবিতাতে ২ টি ভাষা আমার অসন্তোষ্ট লেগেছে,
    প্রথম টি হল 'ধর্ষণ' এটি যদি সবাই জানি তবে এখন সবার মুখে প্রচলিত এটা নিয়ে তবে বেশি প্রভাব ফেলে না।
    ২ 'কন্ডম' এই শব্দটি আমার মতে একদম প্রয়োগ করা সঠিক হয়নি বলে মনে করি, কারণ এই ম্যাগাজিন সংখ্যা কতজনের কাছে পৌছায় জানি না। তবে এটি যদি কোনো একটি বালক,নাবালিকা পাঠ করে তাহলে সে যদি এই কথাটার অর্থ চায় তাহলে উত্তর কিভাবে পাবে হবে? যেটা ঐ বালকের প্রতি "কন্ডম"এর ক কথার ভাবনা নেই, সেও জানতে পারবে এমন অশ্লীলতা ভাষা কবিতা ম্যাগাজিন এ পাওয়া যায়।

    আশা করি পরবর্তী কবিতা গুলিতে অতি অবশ্যই শব্দ গুলোর প্রতি ধ্যান রাখবেন।

    ধন্যবাদ।

    ReplyDelete