Dec 7, 2018

ধরা যাক

Edit Posted by with No comments


ধরা যাক
শাশ্বত চক্রবর্তী

ধরা যাক, একটা প্যারালাল ইউনিভার্স!
যেইখানে ঠিক তোমার পাশেই আমি
যেইখানে আঠারোশ ঊনত্রিশ কিলোমিটারের দূরত্ব
মুছে শুন্য হয়ে যায়
যেইখানে তোমার প্রতিটা ভ্রূভঙ্গি, প্রতিটা ইশারা
আমার কণ্ঠস্থ
যেইখানে গিয়ে তোমার প্রতিটা দুঃখে আমার চোখের জল
মিলেমিশে যায়
যেইখানে তোমার প্রতিটা হারিয়ে যাওয়ায় কোনো
স্যাড ইমোজি নয়, আমার কাঁধে তোমার মাথা
যেইখানে তোমার সবকটা পাওয়ায় নেপথ্যে থেকে
আমার উদযাপন
যেইখানে তোমার একত্রিশটা ছবি আমার ফোনের গ্যালারিতে
নয়, মনের ক্যামেরাতে ধরা থাকে
যেখানে গাছতলাই রাজপ্রাসাদ মনে হয়,
আর যেখানে দিনের শেষে কাউকে বলে দিতে হয় না
'আমি আছি', যেখানে এক চিলতে চোখের পরশই যথেষ্ট
ধরা যাক, একটা প্যারালাল ইউনিভার্স!
যেখানে আমি একটুও দুঃখ পেতে পারিনা,
শুধু কাঁদতে পারি
যেখানে আমি একটুও লিখতে পারিনা,
শুধু ভালোবাসতে পারি!


0 comments:

Post a Comment