স্বাধীনতা
পূর্বালী দে
আজ আমি স্বাধীন
স্বাধীন আমার মনখানি,
আজ আমি পাখির মতো
উড়তে পারি।।
স্বাধীনতা অন্তরায় ভেঙে
গেছে –
ভেঙ্গে গেছে লোহার
শিকলজোরা
অনুভূতির মাধ্যমে খুঁজে
পেয়েছি –
আমার হারিয়ে যাওয়া আমিত্ব
কে।।
আজ মনে প্রাণে স্বাধীনতা
কে অনুভব করি।
তাই পরাধীনতার গন্ডি কে
উপেক্ষা করে-
ফেলে এসেছি অনেক দূরে।।
0 comments:
Post a Comment