Nov 8, 2018

একদিন আমার সাথে

Edit Posted by with No comments


একদিন আমার সাথে
মেঘাংশ

একদিন আমার সাথে
নিশ্বাসটাও বেইমানি করবে,
হৃস্পন্দন যাবে থমকে...
লোকে তখন মৃত বলবে,
লাশ দেখে বাড়ির মানুষেরা যাবে চমকে...

পড়নের কাপড় খুলে নেবে,
ফুল সাজাবে মৃত সজ্জায়...
চারি পাশে টুং টাং শব্দ হবে,
দুই চারটে খুচরো পয়সায়...

ফুলের মালা, শরীরে চন্দন ,
চারিদিকে বাহারি ধূপের গন্ধ...
মুখ দিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে যাবে,
চোখ দুটো আলতো করে বন্ধ...

দুই চার জন কাঁদবে হয়তো,
কেও কেও মেকি হাঁসিতে নেবে ঘ্রাণ...
প্রিয়তমা বুকের উপর আছরে পড়বে,
ছিন্ন হবে সাত জন্মের টান...

অনেকের কাছে খারাপ থেকে ভালো হবো,
প্রশংসার বন্যায় ভাসাবে আমায়...
হঠাৎ তখনি কেউ বলবে,
কিরে তাড়াতাড়ি কর ?
বেলা যে বয়ে যায়...

চার কাঁধেতে চড়ব সেদিন,
মুক্তি পাবে সকল কষ্ট...
কাঠের উপর কাঠ সাজাবে,
শুধু পরে থাকবে ছাই ভষ্ম...

নাভিকুণ্ড ভর্তি কলসি,
ডুবে যাবে নদীর বাঁকে...
সেদিন আমার সাথে,
অদ্ভুত এক জিনিস ঘটবে ,
আমায় মৃত বলবে লোকে...



0 comments:

Post a Comment