সেদিন অনেকটা দেরি হয়ে
যাবে
মেঘাংশ
সারাদিন তোর একটা ফোনের
অপেক্ষাই
কেনো বসে থাকি ??
কেনো তোর মন খারাপ হলে ,
নানা কথার ভাঁজে তোকে
আটকে রাখি ??
হইতো একদিন বুঝবি !!
বুঝবি ! কেনো তুই রাগ
করলে ,
হাজারবার ক্ষমা চাওয়ার
কারন...
তুই কাঁদলে পরে কেনোই বা
বলি ,
মেঘেদের বৃষ্টি ছোঁয়া
বারণ...
বুঝবি ! ইগো দূরে রেখে ,
কেনো তোকে বোঝার
চেষ্টা...
তোর হাত ধরে কেনোই বা
দেখতে চাই ,
দিগন্তে সূর্য ডোবার
শেষটা...
সেদিন দিন দুপুরে ব্যাস্ততার
মাঝেও ,
বার বার ফোনের দিকে নজর
দিবি ...
হাজার ম্যাসেজের ভিড়ে ,
শুধু একটাই নাম খুঁজবি...
হইতো সেদিন ছাদের কোনে ,
ঘড়ির কাঁটা কে বন্ধ
থাকতে বলবি...
মধ্যরাতে হঠাৎ করে ঘুম
ভাঙলে ,
সপ্নের মাঝে আমায় খুঁজে
চলবি...
খুশি তো অনেকটাই হবো ,
যেদিন তুই এগুলো বুঝবি...
কিন্তু সেদিন অনেকটাই
দেরি হয়ে যাবে ,
তারার দিকে চেয়ে ,
সেদিন আমায় খুঁজবি...
0 comments:
Post a Comment