কিছুটা অনিচ্ছাকৃত
এ এস রহমান
ইতিমধ্যে
ছেলের বাড়ী থেকে
তত্ত্ব এসে
পৌঁছেছে।
মা অতিথি সামলাতে
ব্যস্ত,
বাবার অভাবটা বুঝতে
দিলনা কোনোদিন
।
বান্ধবীরা বলছে - টিপটা
ওখানে না
,
হালকা একটু নিচে
নামা ।
মেহেন্দির রঙটা
একদম ই
ভালো ছিল
না ।
ভাই সেই সকাল
থেকে এতটাই
ব্যস্ত যে
একটি বার আমার
ঘরে ঢোকার
সময়টুকু হয়নি
।
বর আসল -
লাল পাড়ের
বেনারসি,
মুখের সামনে
থেকে পানের
পাতাটা সরতেই
শহরের কালো
দূর করে
চেরা সিঁথিতে রঙ
এক অন্য
বসন্তের ।
সেও এসেছে না
পাওয়ার ব্যার্থতা
গুলোকে ডিফ্রিজের
ভিতর রেখে
।
এই মাত্র পুরোনো
হওয়া প্রেমিকার
আলিঙ্গনকে অভ্যর্থনা জানাতে ।।
ব্যর্থতাগুলো হয়ত ছট
ফট করতে
করতে
এতক্ষণে সাদা বরফের আস্তরণে
নিথর হয়ে গেছে
।।
আর আমি চললাম
নিয়তির পিছে
পিছে ।।
0 comments:
Post a Comment