Oct 31, 2018

কিছুটা অনিচ্ছাকৃত

Edit Posted by with No comments


কিছুটা অনিচ্ছাকৃত
এস রহমান

ইতিমধ্যে
ছেলের বাড়ী থেকে তত্ত্ব এসে পৌঁছেছে
মা অতিথি সামলাতে ব্যস্ত,
বাবার অভাবটা বুঝতে দিলনা কোনোদিন
বান্ধবীরা বলছে - টিপটা ওখানে না ,
হালকা একটু নিচে নামা
 মেহেন্দির রঙটা একদম ভালো ছিল না
ভাই সেই সকাল থেকে এতটাই ব্যস্ত যে
একটি বার আমার ঘরে ঢোকার সময়টুকু হয়নি
বর আসল -
 লাল পাড়ের বেনারসি,
 মুখের সামনে থেকে পানের পাতাটা সরতেই শহরের কালো দূর করে
চেরা সিঁথিতে রঙ এক অন্য বসন্তের
সেও এসেছে না পাওয়ার ব্যার্থতা গুলোকে ডিফ্রিজের ভিতর রেখে
এই মাত্র পুরোনো হওয়া প্রেমিকার আলিঙ্গনকে অভ্যর্থনা জানাতে ।।
ব্যর্থতাগুলো হয়ত ছট ফট করতে করতে
এতক্ষণে  সাদা বরফের আস্তরণে
নিথর হয়ে গেছে ।।
আর আমি চললাম নিয়তির পিছে পিছে ।।


0 comments:

Post a Comment