Oct 27, 2018

শোষণ

Edit Posted by with 1 comment


শোষণ
প্রসেনজিৎ রায়

আমি ওই দুখিনীদের কথা বলছি....
যারা ক্ষুধার জ্বালায় ডাস্টবিনের ফেলা খাবার খায়,
জীবন বড়ো কষ্টের, যুদ্ধ করে একটু বাঁচার জন্য ।
কোনো দিন অনাহারে, অক্লান্ত পরিশ্রম করেও
ক্ষুধার জ্বালায় ঘুম আসে না তাদের ।

হায়রে কৃষক
কষ্ট করে ফলানো সোনার ফসল
ন্যায্য মূল্য পায় না তারা, মজুরদার করে উসুল ।
জগতে ঠকিয়ে মজুরদার করেছে মাথা উঁচু
ঠকানো টাকায় গড়ছে মাথার উপরিটুকু ।

হে শ্রমিক
যাদের শ্রমের বিনিময়ে উঠেছে দালানকোটা
কিন্তু জীবন কেন অসহায় ।
মালিক করছে বাড়ী, করছে গাড়ী
শ্রমিক তেমনি আছে,চূলায় শূন্য হাঁড়ী ।

অধিকারের কথা বলছি না....
সংবিধানে পড়ছি পাঁচটি মৌলিক অধিকার সবার নাকি পাওনা
শাসক শ্রেণী ভোগ করছে আজ, গরিব দুখী তো পায়না ।
অধিকার থেকে বঞ্চিত করেছে দুর্নীতি
রাষ্ট্রীয় সম্পদ বিতরণ কালে, সামনে দেখি শাসকদের স্বজন প্রীতি ।


1 comment: