মন কেমন
পলি ঘোষ
আজ কেমন যেন
মনের মাঝে
জমে উঠেছে
এক ঘন
মেঘ ।মন কে
প্রশ্ন করছি
?কি হয়েছে
বল না
আমায় আপন
মনে করে
। কিন্তু তবুও দেখি
গোমড়া মুখে
আমার দিকে
তাকায় যেন
বিচ্ছিরি ভাবে
।
মনে হলে মনের
মাঝে মেঘের
ঘর্ষণে নামবে
মন জুড়ে
বৃষ্টি ।
কিন্তু দেখি তাও হল না
। মন চলল
আপন পথ
দিয়ে।
আমিও দেখতে রইলাম আপন পলকে
পলক ফেলে
।
মনের মাঝে মন
কে দেখি
মেঘকে বলছে
;এই মেঘ
যাও তুমি
; যাও উড়ে
দূর গগনের
পারে ।
আবার বলল আমায়
চলো আমি
র তুমি
চলে কোনো
এক পাহাড়
চূড়ায় ।
সেখানে গিয়ে তুমি র আমি
মিলে সুন্দর
এক স্বপ্নের
নীড় বাঁধবো
মোরা ।
আমি যেই বললাম
খুব ভালো
হয় চলো
তা হলে
সেই পাহাড়
চূড়ায় ।
ওমনি তখনই মন কেমন হাসি
মুখে হয়ে
সব মেঘ
ঘুচে গেল
।
চলে গেলাম পাহাড়
চূড়ায় শেষ
প্রান্তে ।
যেতে যেতে কি অপরূপ কত
নানা রকমের
দৃশ্য ।
তা আজ আমার চোখে ভাসমান
। দেখলাম পাগলা
হাওয়ার নাচন
।
মেঘ যেন গা
দিয়ে ভেসে
ভেসে গেল
। আবার কখনো
কখনো গর্জনে
গর্জে উঠে
ঝামাঝম বৃষ্টি
। বৃষ্টির সাথে
তৈরী হলো
শিলা বৃষ্টি
। টাপুর টুপুর
বেশ কিছুক্ষণ
ধরে ।
আমাকে আর মন
কে ফেলে
রাখলো নয়নের
পট তলে
। হরিণীর অপরূপ
পলকে যেন
পলক হারা
এক মেঘ।আজ ও যেন আমি
সেই পাহাড়
চূড়ায় শেষ
প্রান্তে শেষ
চূড়ায় দাঁড়িয়ে
দেখছি প্রকৃতির
সুন্দর দৃশ্য
।মন কে
বললাম আজ
থেকে তবে
এখনেই হোক
আমাদের ছোট্ট
থাকার নীড়
।
মন তখন খুশি
তে আমায়
নিয়ে ভেসে
ভেসে নিয়ে
গেলো অজানা
আর এক
অনেক দূরে
পাহাড় চূড়ায়।
0 comments:
Post a Comment