Oct 16, 2018

মন কেমন

Edit Posted by with No comments


মন কেমন
পলি ঘোষ

আজ কেমন যেন মনের মাঝে জমে উঠেছে এক ঘন মেঘ মন কে প্রশ্ন করছি ?কি হয়েছে বল না আমায় আপন মনে করে কিন্তু তবু দেখি গোমড়া মুখে আমার দিকে তাকায় যেন বিচ্ছিরি ভাবে
মনে হলে মনের মাঝে মেঘের ঘর্ষণে নামবে মন জুড়ে বৃষ্টি কিন্তু দেখি তাও হল না মন চলল আপন পথ দিয়েআমিও দেখতে রইলাম আপন পলকে পলক ফেলে
মনের মাঝে মন কে দেখি মেঘকে বলছে ;এই মেঘ যাও তুমি ; যাও উড়ে দূর গগনের পারে
আবার বলল আমায় চলো আমি তুমি চলে কোনো এক পাহাড় চূড়ায় সেখানে গিয়ে তুমি আমি মিলে সুন্দর এক স্বপ্নের নীড় বাঁধবো মোরা
আমি যেই বললাম খুব ভালো হয় চলো তা হলে সেই পাহাড় চূড়ায় ওমনি তখনই মন কেমন হাসি মুখে হয়ে সব মেঘ ঘুচে গেল
চলে গেলাম পাহাড় চূড়ায় শেষ প্রান্তে যেতে যেতে কি অপরূপ কত নানা রকমের দৃশ্য তা আজ আমার চোখে ভাসমান দেখলাম পাগলা হাওয়ার নাচন
মেঘ যেন গা দিয়ে ভেসে ভেসে গেল আবার কখনো কখনো গর্জনে গর্জে উঠে ঝামাঝম বৃষ্টি বৃষ্টির সাথে তৈরী হলো শিলা বৃষ্টি টাপুর টুপুর বেশ কিছুক্ষণ ধরে
আমাকে আর মন কে ফেলে রাখলো নয়নের পট তলে হরিণীর অপরূপ পলকে যেন পলক হারা এক মেঘআজ যেন আমি সেই পাহাড় চূড়ায় শেষ প্রান্তে শেষ চূড়ায় দাঁড়িয়ে দেখছি প্রকৃতির সুন্দর দৃশ্য মন কে বললাম আজ থেকে তবে এখনেই হোক আমাদের ছোট্ট থাকার নীড়
মন তখন খুশি তে আমায় নিয়ে ভেসে ভেসে নিয়ে গেলো অজানা আর এক অনেক দূরে পাহাড় চূড়ায়


0 comments:

Post a Comment