Sep 16, 2018

ভালো আছি

Edit Posted by with No comments


ভালো আছি
গৌর চন্দ্র মজুমদার

প্রেম তো সেই চলে গেছে কবে ,
স্মৃতি নিয়ে বেঁচে আছে রাত।
ঘুমেরা সজাগ প্ৰহরির বেশে
স্বপ্ন কেনা বারণ আছে তাই।

তোমার শহরে নামে আবেগ মিছিল
আবছা আলোয় আমিও পথ হাঁটি।
প্রেম খুঁজি একা চিলেকোঠার ঘরে
বাউলের বেশে একতারা হাতে ।

ভালো আছি ,
আমি ভালো আছি,
ভালো থাকতে হয়,
তাই হয়তো ভালো আছি।


0 comments:

Post a Comment