কাগজের নৌকা
প্রসেনজিৎ রায়
বাড়ির সামনের বয়ে যাওয়া নদীতে
উত্তাল ঢেউ-এ পাঠিয়েছি
নৌকা ভর্তি প্রেম,
ব্যস্ততার মধ্যে পাওনি
দেখতে
তা কি অদৃশ্য হয়ে গেল ।
ঝিঁড়ি ঝিঁড়ি বৃষ্টিতে
নৌকার খোঁজে এলে,
জীবনের ভালোবাসাকে ভিজিয়ে
দিলে
আনমনা হয়ে গেলে,
নৌকাকে একবার দেখার জন্য
।
এখন কি করার আছে,
খরস্রোতা নদীতে পরে
কাগজের নৌকাখানি কখন
ডুবে গেছে ।
0 comments:
Post a Comment