অস্তিত্ব
ইজিদুল মিঞা
খুঁজে পেয়েছিলে শেষ
চিঠিটা?
দিন ক্রমে ফুরিয়ে আসছে,
তুমি মনে রাখলে দিন
বাড়বে।
খুঁজে পেয়েছিলে শেষ দেখা
সিনেমার টিকিট?
টুকরো-টুকরো অনুভুতি গুলো
সময় মুছে ফেলবে তুমি আঁকড়ে রাখো আমাকে।
একবার শেষ ট্রেনে ফিরে
দেখোনা আগের মতন ছন্দ আছে কিনা?
আমি শয্যাশায়ী, টেনে নিচ্ছে অতীত আমাকে।
তুমি একবার এগিয়ে দেখোনা
স্পর্শ পাও কিনা,
আমি অশালীন শোক পুষে রাখি
সারা শরীরময়।
তোমার ছন্দ চিরকাল
ছন্দছাড়া, তবে আজ আমার এই ছন্দপতন
ছিন্নভিন্ন করে দিচ্ছে অস্তিত্ব।
সময় নেই, তুমি সময় দাওনি বলে।
একবার বলে দেখো ভালোবাসি
এখনো,
সব রোগ ভুলে গিয়ে ধরা
দেবো, তোমার অস্তিত্বে মিশিয়ে
নেবো নিজেকে,শোক চিরকালীন,
ভালোবাসাও কদিনের নয়।
0 comments:
Post a Comment