Sep 20, 2018

হরিদাস

Edit Posted by with No comments


হরিদাস
গৌর চন্দ্র মজুমদার

হরিদাস মাঠে খাটে জমি করে চাষ,
এই রাজ্যে হরিদাসের তিন পুরুষের বাস।
চেয়ে চিন্তে না খায় পরের দুয়ারেও না যায়
তাই তো হরিদাস রাজার বড়োই খাস।

ঝগড়াঝাটি আর ঝামেলাই নেই হরিদাস
শীত হোক বা বর্ষা ভগবানই ওর ভরসা।
দিন রাত জপে নাম,ভজে গুরুর চরণ
ভগবান করেছেন ওর রাতের ঘুম হরন।

রাজা মনে মনে ভাবেন চিন্তা তো নাই,
হরিদাস থাক না হরি কে নিয়ে,
আমার তো চাই খাজনা, আরো খাজনা,
মন্দ হয় না পেলে হরির জমি জমা।

রাজা জানেন রাজনীতি অতি সহজ কম্ম,
রাজ্য শাসন হবে সহজ যদি টানেন ধম্ম।
রাজার সাথে প্রজারও হবেন ভারী সুখী,
প্রশংসায় পঞ্চমুখ হবেন গরীব দুঃখী।

বাড়িয়ে দিয়ে খাজনা জমিজমা নিয়ে
সিংহাসনে বসেন রাজা গা এলিয়ে দিয়ে।
ভিটে হারা হরিদাস রাজার কাছে এলে
হরিকে ভাগিয়ে দিলেন হরির দোহাই দিয়ে।

রাজা নাকি পেয়েছেন হরির স্বপ্নাদেশ
গড়তে হবে মন্দির,পূজিতে হবে তাকে,
হরি যাকে দিনরাত্রি ভজন করে থাকে,
রোজ রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যাকে।

হরিদাস কে বলেন রাজা সবই হরির কৃপা, তুমি কোথাকার কোন হরিদাস?
এই গ্রামে কোথায় ছিলে?
কোথায় তোমার বাস?


0 comments:

Post a Comment