Mar 1, 2018

ইচ্ছে করে (কবিতা) - তনিমা দত্ত

Edit Posted by with No comments


তনিমা দত্ত


ইচ্ছে করে মেঘের সাথে
একটু কথা বলি
তাল মিলিয়ে হাওয়ার সাথে
এদিক ওদিক চলি।
ইচ্ছে করে পাখি হয়ে
আকাশে যাই উড়ে
দেখতে পাবো জগৎ টাকে
দুচোখ জুড়ে।
ইচ্ছে করে যাই মিশে যাই
প্রকৃতি মায়ের সাথে,
চাঁদের আলো প্রকৃতির রূপ
দেখতে মধুর রাতে।
ইচ্ছে করে নদীর তীরে
ভাসাই সোনার তরী,
ঝগরা বিভেদ ভুলে গিয়ে
নতুন দিনটি গড়ি।

0 comments:

Post a Comment