তনিমা দত্ত
ইচ্ছে করে মেঘের সাথে
একটু কথা বলি
তাল মিলিয়ে হাওয়ার সাথে
এদিক ওদিক চলি।
ইচ্ছে করে পাখি হয়ে
আকাশে যাই উড়ে
দেখতে পাবো জগৎ টাকে
দু’চোখ জুড়ে।
ইচ্ছে করে যাই মিশে যাই
প্রকৃতি মায়ের সাথে,
চাঁদের আলো প্রকৃতির রূপ
দেখতে মধুর রাতে।
ইচ্ছে করে নদীর তীরে
ভাসাই সোনার তরী,
ঝগরা বিভেদ ভুলে গিয়ে
নতুন দিনটি গড়ি।
0 comments:
Post a Comment