বৌদ্ধ ধর্ম ও দর্শন
অগ্নিমিত্র
ছোটবেলা থেকেই বৌদ্ধ ধর্ম ও দর্শন আমার খুব ভালো লাগে। আমি এই ধর্মের মধ্যে
এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাই। কোনো ধর্মকে ছোট না করেই এ কথা বলছি।
কলকাতার ঢাকুরিয়া লেকের পাশে জাপানী বুদ্ধমন্দিরে মাঝে মাঝেই চলে যেতাম
ছোটবেলায়। সেখানকার পরিবেশ আমার খুব ভালো লাগতো। এরকম আরো পাঁচটি বৌদ্ধ মন্দির আছে
কলকাতায়।
বৌদ্ধ ধর্ম শান্তি, অহিংসা ও সত্যের প্রতীক। যদিও এই ধর্মেও হীনযান ও মহাযান,
এই দুই ধারা রয়েছে। ধারা দুটি সম্পূর্ণ বিপরীত। বেশির ভাগ বৌদ্ধধর্মে দীক্ষিত মানুষই
মহাযান ধারা মেনে চলেন। রয়েছে তন্ত্রমন্ত্রের প্রভাব। গেলুকপা, লোটাস সূত্র প্রভৃতি
আরো উপধারা আছে। যদিও গৌতম বুদ্ধ এই সব বলে যাননি। তিনি কামনা বাসনা ত্যাগ করে 'অষ্টাঙ্গিক
মার্গ' ধরে চলতে বলেছিলেন। গৃহীদের বলেছিলেন জীবনে মধ্যপন্থা অবলম্বন করতে।
দুনিয়ায় বৌদ্ধধর্মের গেলুকপা ধারার প্রধান দলাই লামা।
আজকের এই সমস্যাবহুল জীবনে বুদ্ধের এই বাণী বিশেষ দরকার। এতে মন সুস্থিত
থাকবে। আর কোনো ধর্মের ভালো কিছু নিলে কোনো লজ্জা নেই।।
0 comments:
Post a Comment