অমিলে
পহেলী পাল
তুমি ভীষণ একঘেঁয়ে গান গাও
নিয়ম মেনে রুটিনমাফিক চল,
আমি পেয়েছি বাঁধনহারার স্বাদ
কাটা ঘুড়ি, কী আর করি বল।
তুমি একটু অদ্ভুতুরে, কেমন যেন
কোন কথায় কাব্যি তোমার নেই,
আমার কিন্তু পাগল পাগল দশা
ছোট্ট ঘর, ছন্দ তালেতেই।
তুমি আবার পরিপাটি, খুব গোছানো
আমার তো সব ভাবনাগুলোও ছন্নছাড়া,
তোমার মনে ইচ্ছে আসে কড়া নেড়ে
আমি সবেতেই মিশে যাই, আত্মহারা।
জীবন আমার খোলা উপন্যাস
খুবই সহজ, কাঁচা হাতের লেখা
তোমার মনের গোপন তালা চাবির
আদৌ কি কেউ পায় কখনো দেখা ?
হয়তো স্মৃতি কঠিন অতীতমাখা
আগামী তাই দেখো শক্ত চোখে,
আমার শুধু আজেই বাঁচা মরা
হাসা কাঁদা সবই হুজুক, ঝোঁকে।
তুমি তীব্র বাস্তবতায় জ্বলো
লালচে ঠোঁট, রক্তাক্ত শব্দরাশি
আমার নদীর ব্যস্ত গতিপথ
আমি আবার একটু ওই
আবেগ টাবেগে ভাসি।
0 comments:
Post a Comment