হয়তো তুমি থেমে যাবে,
বন্ধ করবে তোমার দুয়ার..
বুঝবে সেদিন কাঁদবে ওরা,
খুঁজবে তোমার হেলিকপ্টার..
২২ গজের এই উপন্যাসে,
সবাই যখন দেখছে চেয়ে…
বুঝছে সেদিন ভাবছে ওরা
সমাপ্তি টা করবে কে...?
এই লাইন গুলো কিছু দিন আগে লিখেছিলাম ভাবিনি এতো তারাতাড়ি
ক্রিকেটের এই রূপকথার সবুজ ঘাসগুলোকে আপনি বিদায় জানাবেন, ভাবিনি এটা মেনে নিতে হবে
যে আপনি এই সবুজ ঘাসে আর রূপকথার গল্প লিখবেন না। কিন্তু জীবন তো এটাই যেটা রোজ কিছু
না কিছু শেখায়, যেমনটা এতদিন ধরে আপনি শিখিয়েছেন আমাকে, আমাদেরকে।
আপনি এমনই একটি অধ্যায়ের নাম, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার
পরেও ঘুরে দাঁড়ানো একটা উপন্যাসের নাম, প্রজন্মকে বাকরুদ্ধ করে দাঁড়িয়ে রাখা একটা প্রতিভার
নাম।
যার চেষ্টার কোন শেষ নেই যার মধ্যে হেরে যাওয়া নেই।
আপনি ছিলেন বলেই ক্রিকেটের এই সবুজ ঘাসে হার না মানা
মানসিকতা গুলো ছিলো, আপনি ছিলেন বলেই কোটি কোটি মানুষগুলোর স্বপ্ন গুলো ছিলো,
যতদিন ভারতবর্ষের ক্রিকেট জয় থাকবে ততদিন আপনিও থাকবেন
সবার আড়ালে যেমন টা ছিলেন এতকাল,
যতদিন ভারতবর্ষের ক্রিকেটে হেরে যাওয়া গল্প গুলো থাকবে
ততদিন আপনিও থাকবেন ঠিক যেমনটা আগে ছিলেন, সবার সম্মুখে,
আর যতদিন আমার জীবনের হেরে যাওয়া গল্প গুলো থাকবে,
ততদিন একটা মহেন্দ্র সিং ধোনি এসে ইন্সপিরেশন হিসেবে
আপনাকে জিতিয়ে দিয়ে চলে যাবে নিঃশব্দে..
প্রিয় শিরোনাম দিয়ে শুরু করা আপনার জীবনের গল্প টা
যখন পরিণাম না পেয়ে ভেংচীকেটে বিপক্ষে ছুটবে,
রোজকার চলতে থাকা কলমের (জীবনের) নিপটাও যখন মুখ থুবড়ে
পড়বে,
স্বপ্নসিঁড়ির ধাপগুলো যখন একে একে অতর্কিতে ভেঙে পড়বে,
জীবন টাকে আপনার যখন মাঝসমুদ্রে দিকভ্রষ্ট কোনো জাহাজের
একলা নাবিকের সঙ্গে তুলনা করা যাবে, যার কোন নির্দিষ্ট লক্ষ্য নেই শুধু আছে বাঁচবার
ইচ্ছে আর জেদ টুকু।
ঠিক সেই সময়ে,
আপনার পরিণামহীন জীবনের গল্পটায় একটা মহেন্দ্র সিং
ধোনি এসে আপনাকে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে,
বাঁচিয়ে রাখবে।
হৃদয়ের এপিটাফ থেকে শেষবারের মতো এই কলম শুধু তোমার
জন্য মাহি..
বিদায় ক্যাপ্টেন, ভালো থাকবেন, ক্রিকেটে থাকবেন।
0 comments:
Post a Comment