Jun 12, 2020

অন্ধকার রপ্ত করে নিয়েছি- ( মিষ্টু ঘোষ )

Edit Posted by with No comments


অন্ধকার রপ্ত করে নিয়েছি
মিষ্টু ঘোষ

রোজই রাতে ঘুমাতে দেরি হয়।
মাঝে মধ্যে ভাবি এতো কম ঘুমিয়ে মানুষ বাঁচে ?
নিশ্বাস গুলো প্রশ্বাসের চেয়ে দ্বিগুণ গতিতে।
এতোটা অন্ধকার রোজই আমায় গিলে খায়,ওদের ছুটিছাটা নেই নিয়মিত।
নাইট বাল্বের আলোটা আমার অসুখ গুলোকে স্পষ্ট করে দেখায়।
ঐ ঘড়ির কাটার শব্দটা বড্ড একঘেয়ে,
মাঝে মাঝে সেটাকে হাতুড়ির প্রহার বলে মনে হয়।
টিকটিক করে যেন চিৎকার দিয়ে আমার ঘুমহারা রাতের জয়ধ্বনি করে।
মাঝে মাঝে স্বপ্ন আসে যদিও সেটাকে দুঃস্বপ্ন বলাই শ্রেয়।
আরও অন্ধকার আমায় গ্রাস করেছে,
গিলে নিচ্ছে রোজ একটু একটু করে আমার নিশ্বাস প্রশ্বাস,আমার সুখ।
আর অসুখ গুলো শরীর টাকে নিংড়ে রোজ আমায় ভোগ করছে।
সব থমকে যাবার আগে কলম তুলে নি।
ওখানেই যে আমার মুক্তি,
শক্তি।
একটা টাটকা সকাল,অনেক আলো,পাখির ডাক,সব বলে ওঠে সুখি হ,আরও বেঁচে থাক।
সব অসুখ আর অন্ধকার রাতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘজীবি হ,
জানলা খুলে যে বাতাসটা মুখে এসে লাগে সেটা ক্যাপসুল আর অসুখের মুখে ঝামা ঘষে দেয়।

0 comments:

Post a Comment