Dec 1, 2019

ধর্ষক গুলোর বিবেক হোক

Edit Posted by with No comments


ধর্ষক গুলোর বিবেক হোক
আগুনপাখি

মোমবাতিতে মন ভরেনা, সোশ্যাল মিডিয়ায় ছড়ায় শোক
শাস্তির আশা করিনা আর, শুধু,
ধর্ষক গুলোর বিবেক হোক।

ধর্মের কল নড়বে বাতাসে, রাজনীতিতেই মেতে আছে লোক,
দুদিনের মিছিলে মিটবেনা পাপ, তাই,
ধর্ষক গুলোর বিবেক হোক।


লেখালেখিতে মন বসেনা, আবেগগুলো ভাসায় দু চোখ
নাই বা পেলাম ন্যায্য জাস্টিস, শুধু,
ধর্ষক গুলোর বিবেক হোক।


পিটিশনে সই করছে সবাই, সাথে গিলছে বসে পেপসি - কোক
চাইনা এমন মেকি সান্ত্বনা, শুধু,
ধর্ষক গুলোর বিবেক হোক।।




0 comments:

Post a Comment