অপেক্ষা Edit Posted by নেট ফড়িং with No comments অপেক্ষা কুশল চক্রবর্তী তপ্ত বিকেল ক্লান্ত পথিক শান্ত হিমেল হাওয়ার খোঁজে । সবুজ পথের কোমল গলি থমকে আসে তার কাছে । দূরের আকাশ গভীর কালো অরণ্যে আজ ভীষন আলো । হারিয়ে যাওয়া পথের ধারে আড়াল ছবি পথিক পানে । আধুনিকতার বদ্ধ ঘরে যন্ত্র মানব মন্ত্র বলে । ক্লান্ত পথিক ক্ষান্ত হয়ে নিশির ডাকের অপেক্ষাতে । Email ThisBlogThis!Share to XShare to Facebook
0 comments:
Post a Comment