মনোহারিণী
নিরাঞ্জন অজয় মণ্ডল
কইয়া ছিলা সারাজীবন বাসবা আমায় ভালা।
আইজকা তবে একলা ফেইলা
কোথায় গেলা চইলা।
আমি নাকি সুখের স্বর্গ, স্বপ্নের
রাজকুমার।
তবে কোথায় গেলা ফাঁকি
দিয়া,জীবন কইরা
হাহাকার।
মনের উজান ভাটি সব শুকাইলো , শুকাইলো দুই কুল।
কিসের লাইগা দিলা সাজা
, কিই বা ছিল ভুল।
চান্দের আলোও সব ঢাইকা
যায়,মনের দুঃখের কাছে।
তুমি ছাড়া কেমনে বাচি,
কেইবা আমার আছে।
ভব ঘুরে জীবন আমার
,কিছুই
আমার নাই।
তাইবুজি তুমি গেলা চইলা,
দিলা ভালোবাসায় ছাই।।
0 comments:
Post a Comment