ফড়িং কথা
এই পৃথিবীটা শুধু মানুষের একার নয়। তবে
জীবনে
চলার পথে মানুষ এটা ভুলে যায় কখনো-কখনো। সম্প্রতি ঘটা এন আর এসের কুকুর
নিধনের ঘটনা তা প্রমাণ করে। কোন শিশুর সামনেই পথের কোন প্রাণী তা সে কুকুর হোক বা
বেড়াল তার প্রতি আমরা যদি বিমাতৃসুলভ আচরণ করি তবে তার প্রভাব সেই শিশুটির ওপরেও
পড়ে। সেও বড় হয়ে তাদের সাথে একই আচরণে নিবিষ্ট হয়। আমাদের সমাজ চলছে তো এই পথেই।
আমাদের বাড়ির পোষা প্রাণীটিই কি শুধু প্রাণী? এই পৃথিবী তো সবার। আগামী প্রজন্ম কে
এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। নইলে এমন বেদনাজনক ঘটনা বারবার থাবা বসাতে পারে
আমাদের সমাজে। আসুন আমরা আগামী প্রজন্ম কে আদর্শের পথ দেখাই।
0 comments:
Post a Comment