বাবাই আসল সান্টাক্লজ
বিক্রম শীল
প্রতি ২৪শে ডিসেম্বর এর রাতে ঘুম আসতো না। কী উপহার নিয়ে আসবে সান্টাক্লজ এই ভেবে রাত কাটতো। সকালে মা’র ডাকে যখন ঘুম ভেঙ্গে যেত, তখন বালিশ তুলে পেতাম অনেকগুলো চকোলেট আর স্কুল ব্যাগ এ থাকা টিফিন বাক্স টা ভরে থাকতো কাপ কেক দিয়ে। সেই পাওয়ার অফুরান আনন্দেই কেতে যেত বড়দিনের ছুটির সকাল। সান্টার দাওয়া উপহার এর কথা বলে বেড়াতাম বন্ধুদের। শুধু পেতাম না বাবা-কেই, প্রাইভেট ফার্মে কাজ করায় সেদিনও কাজে যেতে হত বাবা-কে। রাতে বাবা বাড়িতে ফিরে এলে বাবা-কেও বলে শোনাতাম উপহারের কথা। বড় হয়ে বুঝলাম বাবাই আমার আসল সান্টাক্লজ।
দারুণ।আমিও পেতাম এরম।তবে মোজার ভেতরে।
ReplyDeleteএকদমই..সত্যি বাবাই আসল সান্টাক্লোজ..
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ সবাইকে...
ReplyDeleteThank you so much for sharing your blog link time to time with new pen mark. Much Love...
ReplyDelete