হারানো শৈশব
সুজন ডাকুয়া
দিনগুলি সব যাচ্ছে
বয়ে
স্মৃতিগুলি রেখে,
হঠাৎ তারাই উঠল
বুঝি
পিছু ফিরে ডেকে
।
কেমন করে বদলে
গেছি
ছোট্টবেলার আমি,
আমার কাছে ছোট্টবেলার
সেই জীবনটাই দামী
।
তখন ছিলাম বনের
পাখি
কিচিরমিচির ঠোঁটে,
এক নিমেষে ছুটে
যেতাম
ফুল যেখানে ফোটে
।
শরীর জানি বন্দী
ছিল
মন বেড়াত উড়ে,
পক্ষীরাজের পাখায় চড়ে
যেতাম অনেক দূরে
।
পূজো এলে কী
যে মজা
মেঠো পথে পাড়ি,
পায়ে হেঁটে খুশি
মনে
যেতাম মামার বাড়ি
।
দুপুরবেলা মাঝ-পুকুরে
ডুব-সাঁতারের ঢেউ,
আজও দিতে ইচ্ছে
করে
সঙ্গী হবে কেউ
?
মাঝি পাড়ায় যাত্রা
হত
যাত্রা ভালোবাসি,
আর কি আমি
ফিরে পাবো
মহারাজের হাসি !
সবুজ বনে হুটোপুটি
উঁচু গাছের মাথা,
টাপুস্-টুপুস্ পড়ত
ঝরে
হলুদবরণ পাতা ।
হঠাৎ আজি বলে
দিল
শেষ বিকেলের আলো,
শৈশবের সেই জীবনটা
যে
ছিল কত ভালো।
0 comments:
Post a Comment