Sep 27, 2018

আবার অস্তিত্ব

Edit Posted by with 1 comment


আবার অস্তিত্ব
ইজিদুল

প্রেমে পড়লে মানুষ কিনা করে!
অপরাধবোধ বেড়ে চলে ক্রমশ,
রাত্রি নামে চোখেরই চাহনিতে,
ফিকে হয়ে চলে অস্তিত্ব ক্রমে
রাত্রি নামলে পারদ নামে কি আর?
অগণিত মানুষের আনাগোনা ভীড় করে মননে
সবটা পথ পেরিয়ে এলে আরও কতোটা বাকি থাকে,
জানতে চেয়েছে কেউ?
মিথ্যে হতে থাকা আবদারগুলো গুটিয়ে নেয় নিজেকে,
কোনো খোলসে আটকে থাকে যন্ত্রণা
দু'চোখ বন্ধ হয়ে আসে অদ্ভুত এক ঘুমে,
যে ঘুমের সকাল নেই কোনো
বিষম পাপবোধ ঘিরে ধরে নিজেকে,
অস্তিত্ব সংকটে মনকে শান্ত করে কোলাহল;
অস্ফুটে কানে আসে কণ্ঠস্বর

প্রেমে পড়লে মানুষ কি, না করে?


1 comment: