Jan 5, 2018

নেটফড়িং সংখ্যা ১৭-এর কবিতাসমূহ

Edit Posted by Exam Detail with 1 comment


  বিধ্বস্ত মানবতা
শাহীন ইমতিয়াজ



দিপাবলী থেকে দিওয়ালি

রং থেকে রঙ্গোলী

সব উড়ো চিঠি,

তুমি আমি গুড মর্নিং আর গুড নাইট ৷

নমস্কার! সে কী হে?

ঠাকুরদাদারা দেখা হলে ধুতির কোচ ছেড়ে করজোড়ে তালি দেওয়া;

ওসব ন্যাকামি তার থেকে অল্প পরিশ্রমে "হাই" বললেই তো ওয়েস্টান কালচার 

 সাথে মডার্ণ, ড্যাসিং 

-ও হ্যাঁ ড্যাজলিংও রয়েছে ৷


এ বড়ো বিপদ হে, মন্দিরের টাকা ঘুরে ফিরে মসজিদ কোষাগারে ৷

ও রহিম বাবু,হিঁদুর হাতের ময়লার টাকা বুক পকেটে রাখলে ৷

ও রাম বাবু,লুঙ্গীর কোঁচায় ঘামে ভরা টাকাটা রাখলে বিছানার তলে৷


জাত গেলো গো,জাত গেলো ৷

টাকাই সত্য,যাক বাবা টাকা সত্যিই গর্বিত ৷

বলতে তো পারছে আমার এক নাম "টাকা" ,

ধর্ম -"জড়বস্তু"

মানুষের মতো এমন নয় বিধ্বস্ত ৷৷





1 comment: