সাপ্তাহিক সংস্কৃত সুভাষিতমালা
নিবেদনে - সংস্কৃতভারতী, দক্ষিণবঙ্গ
সঙ্কলনকর্তা ও ব্যাখ্যাকর্তা - দূর্লভ সাহা
सुभाषितम् -
वाणी रसवती यस्य यस्य श्रमवती क्रिया।
लक्ष्मी दानवती यस्य सफलं तस्य जीवितम्।।
সুভাষিতম্ -
বাণী রসবতী যস্য যস্য শ্রমবতী ক্রিয়া।
লক্ষ্মী দানবতী যস্য সফলং তস্য জীবিতম্।।
সন্ধিবিযুক্ত পাঠ -
বাণী রসবতী যস্য যস্য শ্রমবতী ক্রিয়া।
লক্ষ্মী দানবতী যস্য সফলম্ তস্য জীবিতম্।।
সরলার্থ -
যার বচন মধুর, যার ক্রিয়া শ্রমযুক্ত, যার লক্ষ্মী দানবতী অর্থাৎ যে দানশীল তার জীবন সার্থক।
নিগূঢ়ার্থ -
পৃথিবীতে সবচেয়ে মধুর হল কথা বা বাক্য। তাই বচনে দরিদ্রতা কেন ? মধুর কথায় সমস্ত জীব জন্তু এমনকি, পশুপাখিও বশীভূত হয়। অতএব সবার সাথে সদালাপ আর সদ্ব্যবহার
করা উচিত, যাতে অপর ব্যক্তি কোনরূপ কষ্ট
না পায়। আর যে সকল ব্যক্তি কঠোর পরিশ্রম করে তাকে দরিদ্রতা কখনো গ্রাস করতে
পারেনা। কিন্তু যে ব্যাক্তি কোন কিছুই করে না তাকে সময় গ্রাস করে - कालः पिवति तदसम् ...। অথচ চেষ্টা করলে
অসম্ভবকে সম্ভব করা যায় - 'कृते प्रयत्ने किं न लभते ' পৃথিবীর সমস্ত কিছুকে জয় করা সম্ভব হয়। আর যে ব্যক্তি
দানশীল সেই ব্যক্তি খুব উদার প্রকৃতির হয়ে থাকে। কেবলমাত্র ধন-সম্পদ দান করলেই যে
দানশীল হয় এমনটা নয়। অন্নদান মহৎ দান,
বিদ্যাদান
আরও মহৎ। কেননা 'विद्या ददाति विनयम्'। তাই বলা যায় - সততা,
পরিশ্রম
এবং একাগ্রতার মিলিত প্রয়াস সফলতা।
0 comments:
Post a Comment