Mar 1, 2018

বেহায়া বসন্ত (কবিতা) - এনামুল হক

Edit Posted by with No comments


এনামুল হক
  


এই বসন্ত, তোমাকে না আমি আসতে করেছি মানা;

প্রিয়ার মনে এখনও অনুরণিত হয়নি প্রেম, নেই কি তোমার জানা ?

তোমার এত উন্মাদনা হওয়ার কি প্রয়োজন ?

চারিদিকের আভায় মুখরিত কুহুতান ;

পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ায় আগুন ঝড়ার উচ্ছলতা,

বাতাসে প্রেম, নয়নে নেশা, ছেড়েছে বিহ্বলতা;

কিশলয়ের তাল মিলিয়ে ভ্রমরার গুঞ্জরন,

দখিনা মাতাল হাওয়ায় মন কেমন করা আয়োজন;

হাসছে আকাশ, কাঁপছে বাতাস, উড়ছে ঝরা পাতা;

রাধাচূড়ার ডালে বসে কপোত-কপোতী লিখছে প্রেমের গাঁথা-

এত্তসব বিষ্ঠা প্রবন্ধ কেনো রেখেছ তোমার ব্যস্ত ক্ষণে,

সাদা সাপ্টা প্রিয়া আমার এত কি আর জানে?

তোমার এই রঙের বাহার পড়বে কি তার মনে;

পুতুল খেলায় ব্যস্ত সে যে সই-সঙ্গীর সনে ৷

বেশ করেছ তুমি এসেছ ভরা ফাগুনের সাথে,

তোমার পছন্দের বাসন্তী শাড়ি, দিও প্রিয়ার হাতে;

ঢালুয়া খোঁপায় বেধে দিও গাঁদা ফুলের মালা,

মহুয়া কুসুম মাদার দিও খেলায় বিকেল বেলা;

রাঙা গোধূলির রক্তিম রঙে মিষ্টি বদন করে,

বিরহের এই কবিতাখানা দিও প্রিয়া যেন পড়ে ৷৷


0 comments:

Post a Comment