বা ধরো সিগারেট
শিবসাগর দেবনাথ
পৃথিবীর প্রত্যেকটা ভালোর মত
তোমায়, আমি তোমায় খুঁজে পেয়েছি আচানক ।
তোমাকে আঁকলে পরে গায়ে ফুটিফুটি উল্কি ,পরনে শাড়ি বারোহাত
এলোকেশে ফুলফুল ঘ্রান আর ঠোঁটে লেগে নিকোটিন
চোঁখে দুরন্ত মাশকারা সাথে রাতজাগা ফোলা ঘুম
আরো কতোকিছু সেসব
আমাকে পিকাসো ভেবোনা ।
তোমাকে বুঝতে গিয়ে আমি ভাবতে বসেছি
এর থেকে অংক আসান(ইন্টিগ্রেসন ও বুঝি !)
মার্কস ফ্রয়েড লেলিনও,
বাজে বকে ফেলছি কী ?
তখনও আমার ছাতার নীচের ফর্সা বাঁচা
সেন্টিগ্রেড ত্রিশ পেলে হা করে লম্বা হুতাশ
অ্যাকদিন আমার প্যালিম্পসেস্ট ঘষলে কনিষ্ঠায়
লিখলে কেমন আরাম অঙ্গার ছুঁয়ে সমিধ হওয়ায়
আসলে আলো হতে গ্যালে জ্বলে যেতে হবে প্রতিক্ষণ
-"যেমন দেখো চাঁদ
ঘরের
ফ্লুরোসেন্ট ...."
আমি তখন ভাবছিলাম -"হ্যাঁ
আলেয়া "
তুমি বলতে থাকলে "...বা ধরো সিগারেট"।।
0 comments:
Post a Comment