Mar 13, 2019

বিবর্ণতা

Edit Posted by with No comments

বিবর্ণতা
সৌরদীপ বর্দ্ধন

আমি আকাশ জুঁড়ে একটা ক্যানভাস দেখি,
তাতে দুটি দল
একদল ভীষন উজ্জ্বল, দপদপ করে জ্জলছে।
আর  দূরে কয়েকটা নিভছে প্রায়,
তার মধ্যে কতকগুলি হেরে বিদায় আর কিছু ফিরে যায় সভ্যতায়।
আমি কল্পনা করি আমি আছি একা জ্জলে,নিভছি প্রায় তবে নিঃশেষ হয়নি এখনও।
ঠিক করেছি সভ্যতায় ফিরব না আর,
ভীষণ অব্যক্ত ক্ষত নিয়ে নিভছি প্রায়।
তবু বারুদের কবরস্থলে যাবার ঠিক আগের মূর্হুতেও ধরে থাকব আমার জয়ধধজা।


0 comments:

Post a Comment