Feb 14, 2019

প্রিয়তমা

Edit Posted by with No comments

প্রিয়তমা
ইমানুয়েল হক

শান্তস্নিগ্ধ সাকালবেলায় রক্তিম সূর্যদয়,
আর সেই স্বর্ণালী কিরণগুলো যখন -
হিমালয়-তরাই-ডুয়ার্স অতিক্রম করে
অপরূপ বাংলার সবুজ সৌন্দর্যের মাঝে
এক নিষ্কলুষ জলবিন্দু-কে স্পর্শ করে ,
সেই মনোহর ঝলমলে মুক্তোময় দ্যুতি
আমায় তোমার মুখখানি মনে করিয়ে দেয়।
চারিদিকে লাল-নীল-হলুদ সুগন্ধী ফুলের
সমারোহে যেন শুধু তোমার-ই রঙীন ছোয়া!
মনমুগ্ধকর স্নিগ্ধশীতল প্রাণজুড়ানো হাওয়াতে
অনুভব করি তোমার কোমল ভালোবাসার স্পর্শ!
পড়ন্ত-বিকেলে ক্লান্ত-তেজহীন সূর্যাস্তের দৃশ্য
তোমার প্রাণকাড়া মিষ্টি হাসিকে স্মরণ করিয়ে দেয়!!
রাতের আকাশে আলোকোজ্জ্বল তারাগুলো বলে দেয়
তোমার মায়াবী চোখদুটির অন্তহীন উষ্ণ ভালোবাসা !
জোস্না রাতে চন্দ্র-মেঘের লুকোচুরি খেলায় মনে পড়ে
তোমার-আমার সেই মধুময় দুষ্টু-মিষ্টি স্মৃতিগুলো !
সকলে যেভাবে প্রতীক্ষায় থাকে মনোরম বসন্তের আশায়,
আমিও তেমনী আপেক্ষায় থাকি তোমার হাসিমুখে
একটুখানি অন্তরঙ্গ-অন্তহীন ভালোবাসার স্পর্শের ছোঁয়ায় !!


0 comments:

Post a Comment