Feb 22, 2019

আবেগী ভালোবাসা

Edit Posted by with No comments


আবেগী ভালোবাসা
প্রসেনজিৎ রায়

এখন আকাশে চাঁদ ওঠে না
অন্ধকারে ঢেকে গেছে চারিদিক
তারাদের মাঝে কোথায় হারিয়ে গেলে?
খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বসে পরেছি
দুর্গম পাহাড়ের পাদদেশে

ঘুমের জন্য লিপ্ত নই
মোমবাতি জ্বেলে তোমায় খুঁজেছি
সিগারেটের ধোঁয়ায় মেরে ফেলেছি দেহের অন্তত
তোমায় না পাওয়ার জ্বালায় কেঁদে হয়েছি পাগল

তোমায় দেখতে চাই, সূর্য ওঠার আগে
মিষ্টি হাসি দিয়ে এসো আমার ঘরে
দেখেছি  আবার নতুন আশা, জাগছে আমার মনে
তোমার অভিমান ধ্বংস করে
বাসবো আমি ভালো
সীমাহীন যন্ত্রণা বাঁধা বুকে
একটু হাসি দিও



0 comments:

Post a Comment