Mar 16, 2018

ভালোবাসি (কবিতা) - অন্তরা দাম

Edit Posted by with No comments


অন্তরা দাম

আমি নাকি তার কাছে কিছু চাইনা ,
কেন কোন আবদার নেই তার কাছে আমার এই নিয়ে সে গোসা করে
সে বলে সবাই তার প্রিয় জনের কাছে কতকিছু দাবি রাখে তবে তুমি কেন
আমি আমার বন্ধুকে দেখেছি কতো সাধ করে তার প্রিয়ার জন্যে টিপ কেনে, কেনে লিপস্টিক বা  রং-বেরঙের চুড়ি
আর আমি,
তোমায় কিছু দিতে গেলেই করো শুধুই আড়ি
তার গালটা টিপে হেসে বলি বড্ড অবুঝ প্রেমিক আমার
আমার যা চাই সবই তো দিয়েছ তুমি
মুখ ফিরিয়ে সে বলে কোথায়
আলতো করে ওর বুকে মাথা বলি এই যে একটুকরো আকাশ দিয়েছো, না বলতেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়েছো, হাত ধরে পাড় করিয়েছো রাস্তা,
কতো কী দিয়েছো,
ধুর এসব আবার কিছু নাকি
কিছু নয় অনেক কিছু, সবচেয়ে বড়ো কি দিয়েছো জানো
তোমার ওই বুকে মাথা রাখার সুযোগটা
আর বলো এরচেয়েও বেশি কি কিছু চাওয়ার থাকতে পারে আমার
হঠাৎ করে জড়িয়ে সে বলে এইজন্য তো তোমায় এতো ভালোবাসি
তখন আমি আলতো করে তার কানে কানে বলি
আমিও

0 comments:

Post a Comment